ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০এপ্রিলঃ ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের বিমানগুলো সবচেয়ে ভয়াবহ বিমান হামলা করেছে। গতরাতে এই ভয়াবহ বিমান হামলা হয়েছে।  গত মাসের ২৬ তারিখ দেশটির ওপর আগ্রাসন শুরুর পর থেকে আর এতো ভয়াবহ বিমান হামলা করা হয় নি।

    স্থানীয় অধিবাসীরা বলেছেন, গতরাত ১০ থেকে বন্দর নগরী এডেনে বিমান হামলা শুরু হয়েছে। নগরীর কেন্দ্রে অবস্থিত স্টেডিয়ামসহ বেশ কয়েকটি প্রকাশ্য স্থানে হামলা করেছে সৌদি জোট।

    ইয়েমেনে সূত্রগুলো বলেছে, শাবওয়া প্রদেশের রাজধানী তেলসমৃদ্ধ আতাক নগরীতে ধারাবাহিক মারাত্মক বিমান হামলা হয়েছে। আনসারুল্লাহ যোদ্ধারা বৃহস্পতিবার সকালে এ নগরীর নিয়ন্ত্রণ দখলের পর এই হামলা চালানো হয়।

    এদিকে, আজ শুক্রবার ইয়েমেনের পশ্চিম ও উত্তর পশ্চিমে কয়েকটি টেলিযোগাযোগ কেন্দ্রর ওপর নতুন করে হামলা হয়েছে। রাজধানী সানার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপরও সৌদি বিমান হামলা হয়েছে। রাজধানীর পশ্চিমে অবস্থিত ইয়েমেনের সেনাবাহিনীর খাদ্য সরবরাহকারী একটি ভবনেও বিমান হামলা হয়েছে।ইরনা