ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ কমিটি গঠন

    0
    241

    আমার সিলেট  24 ডটকম,১২নভেম্বরঃ “হোক যে-যার দলভূক্ত, থাকবো পেশায় স্বাধীন-মুক্ত” এ শ্লোগানকে ধারন করে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে আজ ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ  (ওয়াইজেএফবি)এর আহ্বায়ক কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাসসের তানভীর আলাদিনকে সভাপতি ও মহিউদ্দিন কাদেরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ এর কার্যকরি কমিটি গঠন করা হয়।
    কমিটির অন্য সদস্যরা হলেন, নূর নবী সিদ্দিক সুইন সহ সভাপতি (বাংলা নিউজ), জাফর সেলিম (সা. নির্ভীক), ড. জ্যোস্নালিপি বিশ্বাস (সংবাদ), মহসিন বেপারি (বাসস), সাধারণ সম্পাদক : মহিউদ্দিন কাদের (বাসস), সহ- সাধারণ সম্পাদক : মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), মতিন আবদুল্লাহ (বর্তমান), সহ- সাধারণ সম্পাদক এম আবদুল মোমিন  (সরাসরি), সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) : একে আজাদ (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) : আরিফুর রহমান (শীর্ষ সংবাদ-সাভার),সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) : শওকত মাহমুদ (অজেয় বাংলা-ফেনী), সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) : রফিকুল ইসলাম সুইট (ভোরের কাগজ-পাবনা),সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) : দানিয়েল সূজিত বোস (চ্যানেল আই-নড়াইল),সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) : মো. রফিকুল ইসলাম (কালেরকন্ঠ), সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) : মঞ্জুর আহমেদ (বিডি নিউজ).সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) : মো. শাহ জালাল (ভোরেরকাগজ-পঞ্চগড়), অর্থ সম্পাদক : একরামুল হক বিপ্লব (যুগান্তর). অর্থ সহ- সম্পাদক : ওবায়দুর রহমান অভীক (চ্যানেল ২৪টিভি), প্রচার সম্পাদক : তোফাজ্জল হোসেন (আমাদের অর্থনীতি), প্রচার সহ- সম্পাদক : নাজমুল হক শামীম (ইন্ডিপেন্ডেট টিভি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : এস এম মুন্না মিয়া (সমকাল), সাহিত্য ও প্রকাশনা সহ- সম্পাদক : মশিউর রহমান রুবেল (জনতা), দফতর সম্পাদক : আবদুল্লাহ আল মাহমুদ (জনতা), দফতর সহ- সম্পাদক : ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), তথ্য ও গবেষণা সম্পাদক : অমিতাভ রহমান (যায় য়ায় দিন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : চঞ্চল ঘোষ (বাংলা মেইল), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ- সম্পাদক : হুমায়ূন মজিব (সরাসরি), মহিলা বিষয়ক সম্পাদক : শাহানা খানম (আলোকিত বাংলাদেশ), সংস্কৃতি ও বিনোদন সম্পাদক : আলী ইমাম সুমন (কালেরকন্ঠ),সংস্কৃতি ও বিনোদন সহ- সম্পাদক : কামরুজ্জামান নিলু (বাংলা নিউজ), ক্রিড়া সম্পাদক  : সাজু আহমেদ (আজকালের খবর), ক্রিড়া সহ- সম্পাদক : আবিদ রাসেল (টাইমস্ ২৪. কম), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক : মিন্টু লাল মন্ডল (সরাসরি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : আনোয়ার হোসেন (আলোকিত বাংলাদেশ), আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক : রাকিব হাসান (মাই টিভি), আপ্যায়ন সম্পাদক : মো. জাকির হোসাইন (আজকালের খবর)।
    সদস্য : রাকিব উদ্দিন (সংবাদ), গোলাম সামদানী (সকালের খবর), রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), গাউসুল আজম বিপু (গাজী টিভি), সফিক সাইফুল (আইএনবি), শাহ মোহম্মদ রনি (ময়মনসিংহ), শামীমা আক্তার (আলোকিত বাংলাদেশ), মো. শহিদুল ইসলাম (নিউজ এক্সপ্রেস), শরীফ নিজাম (রেডিও আমার), শাহিন আলম চৌধুরী (জনতা), সালমা আফরোজ (আলোকিত বাংলাদেশ), আসাদুল্লাহিল গালিব (সকালের খবর), মৌসুমী সাহা (আলোকিত বাংলাদেশ),সৈয়দ মোমিনুজ্জামান (বৈশাখী টিভি), ইকরাম নেওয়াজ ফরায়েজী (আলোকিত বাংলাদেশ), রাসেল (দি এডিটর), মোত্তাসিম মাসুদ (মানবজমিন), রফিকুল ইসলাম(২)(কালেরকণ্ঠ), সাইফ বিন আইযূব (পরিবর্তন ডট কম), প্রশান্ত কুমার কর্মকার(প্রথম আলো), তরিকুল (আজকালের খবর), আবদুল্লা মুয়াজ (আজকালের খবর), নেসার উদ্দিন আহমেদ (আলোকিত বাংলাদেশ), হুম্য়াূন কবির তমাল (আলোকিত বাংলাদেশ), নুসরাত জলি (আজকালের খবর), দেলোয়ার হোসেন (আমাদের অর্থনীতি), আবদুল্লা কাফি (আমাদের সময়, সাজ্জাদ হোসেন শান্ত(৭১ প্রতিদিন), এস এম ফারুক ( আমাদের সময়), হায়দার হোসেন (গোপালগঞ্জ), আনোয়ার হোসেন (মুন্সীগঞ্জ), মুলতানুর রহমান মান্না (নোয়াখালী), রবিউল ইসলাম রবি (লক্ষ্মীপুর)।
    উল্লেখ্য, হোক যে-যার দলভূক্ত, থাকবো পেশায় স্বাধীন-মুক্ত শ্লোগান নিয়ে গত ২০ মে’‘ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।