ইসলামে জঙ্গীবাদের স্থান নেই:আল্লামা সিরিকোটি (র.)’র ওরসে

    0
    209

    “দেশখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক কুতুবুল আউলিয়া হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির ৫৭তম সালানা ওরসে বক্তৃতায়  সুন্নি ওলামা মাশায়েখগন” 

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮আগস্ট,চট্টগ্রাম প্রতিনিধিঃ  আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দেশখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক কুতুবুল আউলিয়া হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির ৫৭তম সালানা ওরস মোবারক ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আনজুমান ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারী জনাব আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক’র সভাপতিত্বে ০৫ আগস্ট ২০১৭ ইং, শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদল এম.পি।

    আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন তাঁর সারগর্ভ বক্তব্যে বলেন- ইসলাম শান্তির ধর্ম, এখানে জঙ্গীবাদের কোন
    স্থান নেই, আনজুমান ট্রাস্ট ও জামেয়া জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার সবসময়ই। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াসহ আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসামূহ ‘কিসতিয়ে নূহ (আ)’ এর মতো বলে শাহেনশাহে সিরিকোটি (রহ.) ফরমান। এ মহান ওলীর নেগাহ করম আমাদের সকলের ওপর রযেছে বিধায় আজ দেশ-বিদেশে আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটির কার্যক্রম বিস্তৃত ও প্রশংসিত হয়ে আসছে। যারা জামেয়া আনজুমান, গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত থেকে খেদমত আনজাম দেবেন তাঁরা দুনিয়া ও আখিরাতে নাজাতপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ্।

    উক্ত সালানা ওরস মোবারক মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সালানা ওরস মোবারক মাহফিলে বক্তারা বলেন – মহান আধ্যাত্মিক সাধক সুন্নীয়তের প্রাণ প্রতিষ্ঠা পুরুষ কুতুবুল আউলিয়া হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) এদেশে শুভাগমন না হলে এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হলে এ দেশের মানুষ নবী-ওলী প্রেমিক না হয়ে গোমরাহীর, বেড়াজালে আবদ্ধ হয়ে ঈমানহারা হতেন। তাঁর মতো একজন নবী বংশধরকে পাঠিয়ে আল্লাহ্-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর এহ্সান করেছেন তার কোন তুলনা হয়না।

    পরবর্তীতে তাঁরই ছাহেবজাদা কুতুবুল এরশাদ, গাউসে জমান হযরতুল আল্লামা আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) দ্বীন-মাযহাব মিল্লাতের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং বর্তমানে আওলাদে রাসূল, গাউসে জমান হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী জামেয়ার আদলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শত শত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, খানকাহ্, মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। জামেয়ার শিক্ষার্থীরা দ্বীন ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের একনিষ্ঠ খাদেম হয়ে দেশ-বিদেশে দ্বীনি কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা যদি আওলাদে রাসূলগণের পিছনে ঐক্যবদ্ধ হয়ে ঈমান আক্বীদা রক্ষার্থে তাঁদেরই নির্দেশিত পথে চলতে পারি, তাহলেই প্রকৃত ইসলামী জীবন ব্যবস্থার অনুসারী হতে দ্বীন-দুনিয়া উভয় জাহানের কামিয়াবী হাসিল করতে সক্ষম হবো। আল্লাহ আমাদের এ মহান সাধকগণের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। আমিন।

    এতে বক্তা হিসেবে ছিলেন- অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ সোলায়মান আনসারী, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ ছগীর ওসমানী, আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আলহাজ্ব মাওলানা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, জামেয়ার সাবেক মুহাদ্দিস ও জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, মুফাচ্ছির আলহাজ্ব মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আরবী প্রভাষক আলহাজ্ব মীর মুহাম্মদ আলাউদ্দিন, আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তাফা মুহাম্মদ নূরুনবী, আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিসুজ্জামান, আমন্ত্রিক বক্তা হিসেবে ছিলেন- সোবহানীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরতুহাজ্ব মুহাম্মদ হারুনুর রশিদ, শায়খুল হাদীস হযরতুহাজ্ব কাজী মাঈনুদ্দীন আশরাফী ও আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুহাজ্ব মুহাম্মদ ইসমাইল নোমানী প্রমুখ।

    উক্ত সালানা ওরস মোবারক মাহফিলে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্ট’র এডিশনাল সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ্ব সিরাজুল হক, এ্যাসিস্টেন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ্ব এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর আলহাজ্ব কাজী শামসুর রহমান, আনজুমান ট্রাস্ট’র সদস্য আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন, আলহাজ্ব নুর মুহাম্মদ কন্ট্রাক্টর, আলহাজ্ব মোহাম্মদ আবুল কাসেম, আলহাজ্ব শেখ নাসির উদ্দিন আহমেদ, আলহাজ্ব মুহাম্মদ আবদুল হাই মাসুম, গাউসিয়া কমিটি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ, আলহাজ্ব মাহবুবুল হক খাঁন, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুব ইলাহি সিকদার, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আবুল মনছুর, সহ-সভাপতি আর ইউ শাহিন চৌধুরী, সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব কমরুদ্দীন সবুর, সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হাবিবুল্লাহ্ মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    জামেয়ার হোস্টেল সুপার মাওলানা মুহাম্মদ আবু তাহের, প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দীন সহ দেশ বরেণ্য আলেমে দ্বীন ও আনজুমান ট্রাস্ট’র অন্যান্য সদস্যবৃন্দ এবং গাউসিয়া কমিটির কেন্দ্র, জেলা, উপজেলা নেতৃবৃন্দ সালানা জলসায় উপস্থিত ছিলেন। সালানা ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- বা’দ ফজর খত্মে কোরআন মাজীদ, খত্মে বোখারী শরীফ, খত্মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দঃ), নামাজে আছরের পর পবিত্র গেয়ারবী শরীফ।

    বা‘দ মাগরিব থেকে মাশায়েখ হযরাতে কেরামের জীবনী আলোচনা, সালাত ও সালাম পরিবেশন করেন- দায়েম নাজির জামেয়া জামে মসজিদ এর পেশ ইমাম হযরতুলহাজ্ব ক্বারী মুহাম্মদ ইব্রাহীম এবং জামেয়ার শায়খুল হাদীস, শেরে মিল্লাত মুফতি আলহাজ্ব মুহাম্মদ ওবাইদুল হক নঈমী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও মুনাজাত পরিচালনা করেন। পরিশেষে, বাদ নামাজে এশা তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।