ইরান, উপসাগর ও ভারতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় নিহত ৪০

    0
    411

    ইরান-পাকিস্তান সীমান্ত এলাকায় আজ মঙ্গলবার ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। এ ভূমিকম্পটি ভারত ও আরব উপসাগর এলাকাকেও ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

    ইরান, উপসাগর ও ভারতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় নিহত ৪০
    ইরান, উপসাগর ও ভারতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় নিহত ৪০

    যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণ ইরানের পার্বত্য এলাকায়। স্থানীয় সময় ভোর ৫টা ৪৪ মিনিটে ভূপৃষ্ঠের ১৫ দশমিক দুই কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তি হয়। উত্পত্তিস্থল ছিল ইরানি শহর জাহেদানের ২০১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পাকিস্তানের তুরবাত এলাকার ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
    ইরানের বেসরকারি সংবাদ সংস্থা প্রেসটিভি জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। তবে তা বহুগুণ বাড়তে পারে।
    ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লির আকাশচুম্বি ভবনগুলো দুলে ওঠে। ভয়ে লোকজন পথে বেরিয়ে আসে। কাতার ও দুবাইয়েও ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁরা আতঙ্কে বাড়িঘর ও কার্যালয় ছেড়ে বাইরে ছুটে বেরিয়ে যান।
    গত ৯ এপ্রিল ইরানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে মোট ৩৭ জন মারা গেছেন। ওই দুর্যোগে প্রায় সাড়ে ৮০০ মানুষ আহত এবং দুটি গ্রামের বাড়িঘর ধ্বংস ও ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়।