ইমরান আহমদ নির্বাচিত হওয়ায় কোম্পানীগঞ্জ আ’লীগের অভিনন্দন

    0
    239

    আমারসিলেট24ডটকম,০৭জানুয়ারীঃ  দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ (সিলেট-৪) আসনে (কোম্পানীগঞ্জ, জৈন্তা ও গোয়াইনঘাট) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের কারিগর, জননেতা ইমরান আহমদ ৫ম বারেরমত এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এমপি ইমরান আহমদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

    অভিনন্দন জ্ঞাপন কারীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মছব্বির, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী  ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক বজলু মিয়া পাঠান, সহ-প্রচার সম্পাদক কয়েছ আহমদ, সদস্য এড. হাবিবুর রহমান ভুট্টু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামসুল হক কমান্ডার, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, কৃষকলীগ সভাপতি রশিদ আলী মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন সভাপতি মল্লুক হোসেন, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন দে, উত্তর রণিখাই ইউনিয়ন সভাপতি কালা মিয়া, সাধারণ সম্পাদক কৃষ্ণ ধন সিংহ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস, তেলিখাল ইউনিয়ন সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক আনছার উদ্দিন, ইছাকলস ইউনিয়ন সভাপতি জাহিদ আল হাসান, সাধারণ সম্পাদক আছার মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমীন, সিরাজুল ইসলাম সিরাই, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সোনা মিয়া, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, চাঁন মিয়া, রাসেল আহমদ, জুয়েল আহমদ, নুরুল ইসলাম, সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ বেলাল আহমদ, আমজাদ আলী, জুয়েল রানা, মীর আল মমিন, কামাল হোসেন, কাওছার আহমদ টিটু, এম.সোহেল আহমদ, সুহেল রানা প্রমুখ।

    এদিকে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ইমরান আহমদ কে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করায় (কোম্পানীগঞ্জ, জৈন্তা ও গোয়াইনঘাট) উপজেলার দলীয় নেতাকর্মী ও জনগনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।