ইভটিজিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জে নীল বাজারে সড়ক আবরোধ

    0
    217
    সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জে ইভটিজিং কারীদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থী,ব্যবসায়ীসহ সকল স্থরের জনসাধারণের অংশগ্রহণে সড়ক অবরোধ।
    মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজারে সড়ক আবরোধ করে।
    এসময় এই সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত দু’ঘন্টারও বেশি সময় ধরে অবরোধের কারনে আটকা পড়েছে বাস,ট্রাক,হাজার হাজার  যাত্রী।
    শফিক মিয়া,আলম মিয়াসহ অবরোধকারী ও স্থানীয় এলাকাবাসী জানান,সুনামগঞ্জ সিলেট  সড়কের নীলপুর বাজার দিয়ে আলহাজ্ব জহিরুল হক উচ্চ বিদ্যালয়ে এই এলাকার প্রায় ২০টি গ্রামের শিক্ষার্থীরা লেখা পড়া করার কারনে চলাচল করে। এ সময় স্থানীয় কিছু যুবক ঐ শিক্ষার্থীদের নানান ভাবে ইভটিজিং করছে। তাদের গ্রফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির জানান।
    সংবাদ লেখা পর্যন্ত পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।