ইন্টারনেট রাউটার ৩হাজার টাকায় দেশেই পাওয়া যাচ্ছে

    0
    261

    আমারসিলেট 24ডটকম,সেপ্টেম্বর ইন্টারনেটের ফাইল শেয়ার সুবিধার দুটি নতুন পকেট রাউটার এখন দেশে পাওয়া যাচ্ছে বলে জানা যায়।এ রাউটার দুটিতে আছে ৯টি বিশেষ ধরনের সুবিধা যা ডি-লিঙ্কব্র্যান্ডের কম্প্যাক্টডিজাইনের ডিলিঙ্কের ডিআইআর-৫০৫ এবং ৫০৬ মডেলের রাউটার দুটির যেকোনো একটিদিয়েই ঘরে-বাইরে সব জায়গা থেকেই ইন্টারনেট তরঙ্গে যুক্ত থাকা সম্ভব

    ছাড়াও মোবাইলবান্ধব শেয়ারপোর্ট অ্যাপ ব্যবহার করে আইওএস এবং অ্যানড্রইডঅপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে মুভি, ছবি এবং ফাইল সব ডকুমেন্টই অনায়াসেশেয়ার করা যাবেডি-লিঙ্ক ডিআইআর-৫০৬ এলমডেলের তৃতীয়প্রজন্মের থ্রিজি পকেট ক্লাউড রাউটারে আছে ১০/১০০ ইথারনেট পোর্টএ পোর্টওয়াইফাই হটস্পট কিংবা ডব্লিউ ল্যান সংযোগে আটো-সুইট ল্যান পোর্ট হিসেবে কাজকরেসমর্থন করে সর্বশেষ শেয়ার পয়েন্ট প্রযুক্তি

    শেয়ারকরা তথ্যের নিরাপত্তা দিতে আছে এসপিআই ফায়ার ওয়ালইউএসবি চার্জিং পোর্টযুক্ত এডিভাইসে আছে ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিদুটি রাউটারই হার্ডডিস্কস্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবেএ ছাড়াও রিপিটার, ওয়্যারলেস রাউটারএবং হটসস্পট হিসেবেও এটি কার্যকরথাকবেএকইসঙ্গে মোবাইলে চার্জ দেওয়া, স্মার্টটিভিতে সংযোগ তৈরি করে ভিডিও দেখা এবং গেমিং কনসোল হিসেবে কাজ করে

    বর্তমানে ডিলিঙ্ক ডিআইআর-৫০৫ রাউটারের দাম ৩ হাজার টাকাঅন্যদিকে ৫০৬মডেলের থ্রিজি রাউটারের দাম ৫ হাজার টাকা