ইনকিলাবের সিলগালা করা ছাপাখানা খুলে দিয়েছে

    0
    236

    আমারসিলেট24ডটকম,০২ফেব্রুয়ারীঃ আদালত দৈনিক ইনকিলাবের জব্দকৃত মালামাল ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সামসুল আরেফিন এ নির্দেশ দেন। এর আগে ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিনের পক্ষে পত্রিকাটির সিনিয়র প্রতিবেদক আফজাল বারীর আইনজীবী আজিজুর রহমান খানের মাধ্যমে মালামাল ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।

    এদিকে একটি বিতর্কিত সংবাদ প্রকাশের জের ধরে গত ১৬ জানুয়ারি দৈনিক ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ এবং ওই পত্রিকার ছাপাখানা সিলগালা করে দেয়। সেসময় ওই পত্রিকার ৩ সাংবাদিককেও আটক করা হয়। পরে আটক সাংবাদিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
    অপরদিকে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ গত ২৬ জানুয়ারি দৈনিকটির প্রকাশনা বাধাগ্রস্ত করায় পুলিশি হস্তক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে। তাছাড়া এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ সাংবাদিকের মধ্যে আহমেদ আতিক গত সপ্তাহে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ পত্রিকাটির সিলগালা করা ছাপাখানা খুলে দিয়েছে।