ইউপি নির্বাচন:মৌলভীবাজারে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,মার্চ,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় পাঁচ ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এই বহিস্কারের ঘোষণা দিয়েছেন।

    দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বর্নি ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি শামীম আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, তালিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান সুনাম উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে মহিউদ্দিন আহমদ আদনানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

    বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন বহিস্কারের সত্যতা নিশ্চিত পূর্বপশ্চিমবিডিকে বলেন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পথসভা শেষে বিকেলে কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক এই বহিস্কারের ঘোষণা দিয়েছেন।