ইউপি উপ-নির্বাচন ঘিরে আলোচনায় মুখরিত নবীগঞ্জ

    0
    252

    সানিউর রহমান তালুকদার,নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনায় মুখরিত হয়ে উঠেছে দুর্গম পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত দিনারপুর পরগণার জনপদ। শুধু তাই নয়, ব্যানার-পেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল।

    এ উপ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের অতীত কর্মকা- নিয়ে হিসাব মেলানোর পাশাপাশি ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনের দিন তারিখ যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক সমীকরণ ততই জটিল হয়ে ভেসে উঠছে। সম্প্রতি ওই ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জাবেদ আলীর মৃত্যুজনিত কারণে আগামী ১৪ অক্টোবর এ ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

    তারা হলেন, আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী (নৌকা) প্রক্ষান্তরে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও টানা পাঁচ বারের সাবেক চেয়ারম্যান আ.খ.ম. ফখরুল ইসলাম কালামের (আনারস) এবং একই দলের অপর স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট জাবেদ আলী পুত্র যুবলীগ নেতা শাহ রিয়াজ নাদির সুমন চশমা প্রতীক নিয়ে বিজয়ের লক্ষে যুব সমাজের একটি অংশ মাঠে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

    অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল আহমেদ ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ের লক্ষে বিভিন্ন এলাকাসহ গ্রামে-গঞ্জে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এই পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণা ও গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে দেবপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামগঞ্জ সহ হাটবাজার। তবে ইউনিয়নজুড়ে ভোটরদের আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.খ.ম ফখরুল ইসলাম কালাম হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ ও একটানা পাঁচবারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটারদের নিকট গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সর্বোচ্চ আলোচনায় রয়েছেন।

    অপরদিকে পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে এবং তার ইমেজকে কাজে লাগিয়ে পুরো ধমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সদ্য প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট জাবেদ আলীর পুত্র যুবলীগ নেতা শাহ রিয়াজ নাদির সুমন। অপরদিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দলীয় মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন।