ইউনিলিভার বাংলাদেশে প্রথম নারী পরিচালক সৈয়দ হক

    0
    407

    প্রথমবারের মতো এক নারী কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ।

    নতুন নিয়োগ পাওয়া পরিচালক সৈয়দ হক প্রতিষ্ঠানটির সিএসআর ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।Mona

    তিনি ম্যানেজম্যান্ট কমিটির সদস্য হিসেবে পরিচালনা পরিষদে ভুমিকা রাখবেন সোমবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান কামরান বাকর বলেন, “সৈয়দ হক দেশে ও বিদেশে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাকে কোম্পানির প্রথম নারী পরিচালক হিসেবে পেয়ে তিনি আনন্দিত।”

    ২০০৬ সালে কোম্পানির কর্পোরেট কমিউনিকেশন্স ও সিএসআর ম্যানেজার হিসেবে ইউনিলিভারে কাজ শুরু করেন সৈয়দ হক। তার রয়েছে দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা।

    ইউনিলিভার বিশ্বের অন্যতম ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। ১৫০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ১৯৬৪ সালে চট্টগ্রামের কালুরঘাট থেকে বাংলাদেশে ব্যবসা শুরু করে।