ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট

0
399
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
এরদোগান বলেন, ‘বিশ্ব শান্তির জন্য অবদান রাখতে’ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই দ্রুত বন্ধ করতে হবে।
তবে আঙ্কারা ন্যাটোর সম্প্রসারণ প্রক্রিয়ার বিরোধী নয় বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।
তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার সমুদ্রসীমা রয়েছে। আবার দেশ দুটির সঙ্গেই তুরস্কের সম্পর্ক ভালো।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এর মধ্যে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ওই শহরের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পরে কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের ভবনে রুশ হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।