আহত ৫৪ জন গার্মেন্টস শ্রমিককে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা

    0
    471
    আহত ৫৪ জন গার্মেন্টস শ্রমিককে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা
    আহত ৫৪ জন গার্মেন্টস শ্রমিককে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা

    ঢাকা, ৩০ এপ্রিল : গতকাল ২৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাভারে রানা প্লাজায় গার্মেন্টস ট্রাজেটি আহত গার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে চিকিৎসার খোঁজ খবর ও ৫৪ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় নেতা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এনামুল হক এমরান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল হক আমিন, সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ও নারী নেত্রী শিরিন আক্তার, সুইটি সুলতানা, আতাউর রহমান সহ হাসপাতালের পরিচালক ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে এ সহায়তা করা হবে। আহতদের সহায়তায় পার্টির পক্ষ থেকে তহবিল সংগ্রহ অব্যাহত থাকবে। পার্টি ও শুভাকাক্সিক্ষদ্বয় যারা সহায়তা দিতে ইচ্ছুক তাদেরকে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।