আহত মেছোবাঘ উদ্ধার করল জৈন্তাপুর থানার পুলিশ

    0
    258

    পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বাঘটিকে 

    জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ ২৯ জুন শনিবার রাত সাড়ে ৯টায় সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট প্রেট্রোল পাম্প সংলগ্ন উত্তর পাশ্বের ব্রিজের সন্নিকটে গুরুত্বর অাহতবস্থায় একটি মেছোবাঘ পড়ে থাকতে দেখে পথচারি উপজেলার ঘিলাতৈল গ্রামের ইসমাইল মিয়া (২৫), কেন্দ্রী হাওর গ্রামের ছালেক অাহমদ (১৭) লামনী গ্রামের নাসির উদ্দিন (১৯) এবং মজুমদারপাড়ার রাশেল অাহমদ (১৬)৷
    তারা তাৎক্ষনিক ভাবে মেছোবাঘটি অাটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশেকে খবর দেয়৷ খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির এর নির্দেশে এ.এস.অাই তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেছোবাঘটি উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে অাসে৷ অপর দিকে অফিসার ইনচার্জ বন বিভাগকে খবর দিলে সারী রেঞ্জের অফিসার থানায় পৌছালে মেছো বাঘটি পুলিশ বন বিভাগের কাছে হস্তান্তর করে৷
    অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির বলেন- সংবাদ পেয়ে দ্রুত মেছো বাঘটি মারাত্বক অাহতবস্থায় উদ্ধার করে বন বিভাগকে সংবাদ দেই৷ বন বিভাগের লোকজন থানায় অাসলে অামি মেছোবাঘটি তাদের নিকট হস্থান্তর করি৷ তবে বাঘটি মারাত্বক অাহত কোনগাড়ী হয়ত বাঘটিকে চাপা দিয়ে ফেলে গেছে৷