আল্লামা তৈয়্যব শাহ্ (র.)’র বহুমুখী সংস্কারে বাংলার বুকে

    0
    253

    সুন্নীয়তের মহাজাগরণ ঘটেছেঃচট্টগ্রাম প্রেসক্লাবে বক্তাগণ

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৭সেপ্টেম্বর,চট্টগ্রাম প্রতিনিধিঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত যুগের মহান সংস্কারক আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, বাংলার বুকে সর্বপ্রথম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.)’র মহান প্রবর্তক, বহু দ্বীনি মাদরাসার প্রতিষ্ঠাতা, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী শাহসূফি সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (র.)’র স্মারক আলোচনায় বক্তারা বলেন, আল্লামা তৈয়্যব শাহ্’র বহুমুখি সংস্কারের প্রভাবে ইসলামের মূলধারা সুন্নীয়তের জাগরণ ঘটেছে এবং মানুষ প্রকৃত ইসলামের স্বাদ পাওয়ায় আজ দেশে দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ পরিত্যাজ্য হচ্ছে ।

    তিনি দ্বীনের হেফাজতে ‘সাচ্চা আলেম’ তৈরির যে ডাক দিয়েছিলেন এর ফলে সূফিবাদী উদার ইসলামী ধারার মাদরাসা এবং ওলামা তৈরি হয়ে দিশেহারা জনতাকে আজ ইসলামের প্রকৃত ঠিকানায় নিয়ে আসছে । তিনি এদেশে নির্মল ইসলামী সংস্কৃতি বিশ্ব মুসলিম ঐক্যের স্মারক জশনে জুলুছ যেমন উপহার দিয়েছেন তেমনি কাদেরিয়া ত্বরিকায় এনেছেন নতুনত্ব । বাংলাদেশে মসলকে আ’লা হযরত প্রতিষ্ঠা তাঁরই দান । বিশেষত ত্বরিকতবিহীন শরিয়ত চর্চা এবং শরিয়তবিহীন ত্বরিকত চর্চার অপসংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এনে নির্মল ত্বরিকত চর্চাকে নিশ্চিত করে তিনি আজ প্রাতঃস্মরণীয় সংস্কারকের আসনে অধিষ্ঠিত ।

    ২৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আলহাজ্ব আবদুল খালেক ইঞ্জিনিয়ার মিলনায়তনে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক’র সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার’র পরিচালনায় অনুষ্ঠিত স্মারক আলোচনা উদ্বোধন করেন আনজুমান ট্রাস্ট’র এডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দিন ।

    অতিথি আলোচক ছিলেন- গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, কলামিস্ট অভীক ওসমান, সাখাওয়াত হোসেন মজনু, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী । আলোচনায় অংশ নেন – এম.এ. হামিদ, শাহজাদ ইবনে দিদার, মাহবুবুল হক খান, মাহবুব এলাহি সিকদার, আবুল মনসুর, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাবের আহমদ, মুহাম্মদ এরশাদ খতিবী, মুহাম্মদ শিহাব উদ্দীন শাহিন প্রমুখ ।

    বক্তারা হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি রহমাতুল্লাহি আলায়হি’র অন্যতম খলিফা এবং চট্টগ্রামের বাতিঘর আলহাজ্ব আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান এবং গাউসে জামান তৈয়্যব শাহ্ (রহ.)’র আদর্শ অনুসরণের আহবান জানিয়ে হুজুর কেবলার প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটিকে দেশ জাতির কল্যাণে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আখ্যায়িত করেন ।