আল্লামা তাহের শাহ’র নেতৃত্বে ঢাকার জুলুসে লাখো মানুষের ঢল

    0
    287

     ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম আসছেন আজ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩ডিসেম্বর,মুহাম্মদ ফয়সাল শরীফঃ
    আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাজিআ) ও মেহমানে আ’লা হযরতুলহাজ্ব আল্লামা শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মাজিআ) আজ বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম আসবেন। জি.ই.সি কনভেনশন সেন্টারে অবতরণের পর হুজুর কেবলাদ্বয় মোটর শোভাযাত্রা  সহকারে চট্টগ্রাম পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছবেন এবং হুজুর কেবলাদ্বয়ের অংশগ্রহণে আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব হতে এশা পর্যন্ত অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হবে। হুজুর কেবলাদ্বয়কে আলমগীর খানকা শরীফে অভ্যর্থনা জ্ঞাপনসহ খানকা শরীফে অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করার জন্য আনজুমান ট্রাস্ট’র কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

    এর আগে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাজিআ) আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়কসমূহ প্রদক্ষিণ করে মাদ্রাসা’র সামনে শেষ হয়। জুলুছ শেষে মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা ময়দানে মাহফিলে সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)। অতিথি ছিলেন সাহেবজাদা হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মাজিআ)।

    উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদীস শেরে মিল্লাত মুফতি আল্লামা মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব এডভোকেট মুহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার, ঢাকা আনজুমানের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আশরাফ আলী, ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম রতন, ট্রেজারার আলহাজ্ব মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ শাহ্ হোসেন ইকবাল, হাজী মুহাম্মদ নুরুল আমিন, আলহাজ্ব মুহাম্মদ আবদুল মালেক বুলবুল সহ কেন্দ্রীয় ও ঢাকা আনজুমান-গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। মাহফিলে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)’র তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ কাজী আল্লামা মুহাম্মদ আব্দুল আলিম রিজভী, আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আজহারী, মুফতি আল্লামা মুহাম্মদ মাহমুদুল হাসানসহ দেশ বরেণ্য ওলামায়েকেরামগণ।

    মাহফিল পরিচালনা করেন উপাধ্যক্ষ মুফতি আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক ও হাফেজ আল্লামা মুহাম্মদ মুনিরুজ্জামান আল-কাদেরী।