আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী সুন্নী আন্দোলনের অগ্রদূত

    0
    326

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ  বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভণর, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সাবেক অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ:)’র স্মরণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে স্মরণসভায় বক্তারা বলেছেন, প্রবীণ আলেমে দ্বীন আল্লমা জালাল উদ্দিন আলকাদেরী (রহ:) কে জাতি পুরোপুরি চিনতে পারেনি, জাতির এক মহাসম্পদ ছিলেন তিনি। তাঁর হঠাৎ চলে যাওয়া জাতি একজন আধ্যাত্মিক বীরকে হারাল। বক্তারা বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে আহলে সুন্নাত ওয়াল জমাআতের প্রচার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আল্লামা জালালুদ্দিন আলকাদেরী (রহ:) সুন্নিয়ত প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রদূত ছিলেন বলে বক্তারা উল্লেখ করেন।

    ১০ ডিসেম্বর বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সভাপতি আলহাজ্ব নঈম উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব জননেতা এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমীন মদিনা মনোয়ারা শাখার সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ছাদেকুর রহমান খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি এম এন ইসলাম জিহাদী।

    মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ ও মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক আশরাফ হোসাইনের যৌথ সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, ফজলুল করিম তালুকদার, শফিউল আলম শফি, মুজিবুর রহমান, সৈয়দ এনামুল হক, মাওলানা ছৈয়দুল হক সাঈদ কাজেমী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, জয়নাল আবেদীন, মুহাম্মদ ইসমাইল, এনামুল হক ছিদ্দিকী, জসিম উদ্দিন ছিদ্দিকী, গিয়াস উদ্দিন নিজামী, শফিকুল আলম চৌধুরী, আবদুল করিম সেলিম, সৈয়দ মুহাম্মদ আবু আজম, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, নুরুল্লাহ রায়হান খান, জি এম শাহাদাত হোসেন মানিক, মাসুমুর রশিদ, ফরিদুল আলম, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ আবদুল কাদের রুবেল, রিয়াজ হোসাইন প্রমুখ।