আ’লীগ প্রার্থীদের বিজয়ী করতে ঝাপিয়ে পড়ুনঃএড.মিছবাহ

    0
    208

    আমারসিলেট24ডটকম,০৩মার্চ,বদরুল বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেটের অসমাপ্ত আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে। তিনি আরো বলেন সাংগঠনিক তৎপরতা শক্তিশালী থাকার পরও বিদ্রোহী প্রার্থীদের কারণে সিলেটের ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে আ’লীগের প্রার্থীরা পরাজিত হয়েছে। এজন্য দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঠগড়ায় সিলেটের নেতাদের জবাবদিহি করতে হচ্ছে। সিলেটের আসন্ন বাকি উপজেলা পরিষদের নির্বাচনে আ’লীগ থেকে দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার বিজয় নিশ্চিত করার জন্য নেত্রীর নির্দেশ রয়েছে। দলের নির্দেশ অমান্য করে কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। মিছবাহ উদ্দিন সিরাজ গতকাল রবিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আ’লীগ থেকে একক প্রার্থী মনোনীত করার লক্ষ্যে স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে উপজেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আ’লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ন.ম শফিকুল হক, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দিন, এড. নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এড. শাহ মুশাহিদ আলী, মুহাম্মদ আলী দুলাল, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, যুব ও ক্রীড়া সম্পাদক এড. রণঞ্জিত সরকার, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, লোকমান উদ্দিন চৌধুরী, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এড. ফখরুল ইসলাম। এছাড়া সভায় জেলা ও উপজেলা আ’লীগের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দল থেকে একক প্রার্থী মনোনীত করার জন্য মিছবাহ উদ্দিন সিরাজ সহ জেলা নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী আ’লীগের ৫ প্রার্থী যথাক্রমে এমাদ উদ্দিন মানিক, মস্তাক আহমদ পলাশ, অধ্যাপক লুকমান হোসেন, নিজাম উদ্দিন আল মিজান, সিরাজুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী, জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করার লক্ষ্যে বৈঠকে বসলেও কোন সিন্ধান্তে পৌঁছাতে পারেন নি। সর্বশেষ জানা গেছে, উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির ৯২জন সদস্যদের গোপন ভোটে ৩টি পদে একক প্রার্থী মনোনীত করা হবে। এ লক্ষ্যে পৌঁছার জন্য ভোট প্রক্রীয়া চলছিল।