আ’লা হযরত শুধু সংস্কারক নয়,তিনি জ্ঞানের এক চলন্ত বিশ্বকোষ

    0
    278

    “আ’লা হযরতের দর্শনে সুন্নীয়তের সঠিক দিক নির্দেশনা রয়েছে” চট্টগ্রামে আ’লা হযরত কন্ফারেন্সে বক্তারা।

     

    চট্টগ্রাম প্রতিনিধিঃ আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট এর উদ্যোগে আজিজিয়া হাশেমীয়া নূরীয়া মাদ্রাসা প্রাঙ্গণ পশ্চিম শহীদ নগর, বায়েজিদ, চট্টগ্রামে আজ ২৫ অক্টোবর শুক্রবার বাদে যোহর হতে ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দেদে দ্বীনও মিল্লাত ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলভী (রহ.) এর ১০১ তম ওরছে পাক উপলক্ষে আ’লা হযরত কন্ফারেন্সে অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ হযরতুলহাজ¦ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আল্লামা ড. আতাউর রহমান মিয়াজী।

    বিশেষ অতিথি ছিলেন মুফতি মুহাম্মদ ইব্রাহীম কাদেরী, ছিফাতলী জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুফাস্সির আল্লামা শফিউল আলম নেজামী, মুফাস্সির আল্লামা কাজী মুহাম্মদ ইউনুচ রজভী, আল্লামা ওসমান গনী জালালী, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুর রশিদ দৌলতী, আন্জুমানে রজভীয়া নুরীয়া কাতার শাখার সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, উত্তর জেলা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবুল হাসান।

    মাদ্রাসার সুপার মাওলানা মহি উদ্দিন এবং সহ-সুপার মাওলানা জোবাইর হোসেন এর যৌথ সঞ্চালনায় কন্ফারেন্সে বক্তব্য রাখেন আজিজিয়া হাশেমীয়া নূরীয়া মাদ্রাসার সহসভাপতি আলহাজ আবু আহমদ সওদাগর, সেক্রেটারী মাওলানা ইসমাঈল আলকাদেরী, হাফেজ মুন্জুরুল আনোয়ার, ড. মুহাম্মদ খোরশেদ, মাস্টার মুহাম্মদ জাফর, আলহাজ¦ মুহাম্মদ তৌহিদ সওদাগর, মুহাম্মদ মানিক সওদাগর, হাজী মুহাম্মদ তোতা মিয়া, হাজী মুহাম্মদ লাল মিয়া, মাওলানা মুহাম্মদ লোকমান চিশতি, মাওলানা দেলোয়ার হোসেন জালালী, মওলানা ওমর ফারুক আজমী, মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক, মাওলানা আব্দুল কাদের রজভী, মাওলানা সিরাজুল মোস্তফা নূরী, মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ রজভী, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কুতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, মওলানা আবুন ন্রূ মুহাম্মদ হাস্সান নূরী, মাওলানা মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, মুহাম্মদ মাহফুজ ইসলাম। উপস্থিত ছিলেন আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ রাহাত, মুহাম্মদ ফরিদুল আলম, এস.এম ইকবাল বাহার চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আরাফাত হোসেন, মুহাম্মদ ওসমান গনী, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ ছাফওয়ান নূরী, মুহাম্মদ সালা উদ্দিন, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ হেসাইন নূরী।

    কন্ফারেন্সে বক্তারা বলেন, আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রাঃ) ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথিকৃত ছিলেন। তাঁর রচিত দেড় সহ¯্রাধিক গ্রন্থের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিক নির্দেশনা মূলক সতন্ত্র গ্রন্থটি এক্ষেত্রে অনন্য ভুমিকা পালন করে। আ’লা হযরত শুধু ইসলামের একজন মহান সংস্কারক নয়, তিনি ছিলেন জ্ঞানের চলন্ত এক বিশ্বকোষ।

    বক্তারা আরো বলেন, আ’লা হযরতের দর্শনে সুন্নীয়তের সঠিক দিক নির্দেশনা রয়েছে।