আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় ১০২জনের প্রাণ গেল

    0
    235

    আমারসিলেট24ডটকম,১২ফেব্রুয়ারীঃ আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১০২ আরোহী প্রাণ হারিয়েছেন খবর পাওয়া গেছে।মর্মান্তিক এ দুর্ঘটনায় মাত্র ১ জন বেঁচে গেছেন। তবে তার অবস্থাও সঙ্কটাপন্ন বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ওই অঞ্চলের নিরাপত্তা ও জরুরি বিভাগের কর্মকর্তারা  সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন। সি-১৩০ হার্কিউলিস বিমানটি ওউম এল বুয়াগি অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটিতে সেনা সদস্য ও তাদের পরিবারবর্গসহ মোট ৯৯ জন যাত্রী ও ৪ ক্রু ছিলেন। ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তা কর্নেল ফরিদ নেচাদ বিস্তারিত কোন তথ্য না দিয়ে বলেছেন, আমরা একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছি ও তদন্ত অব্যাহত রয়েছে। বেঁচে যাওয়া ওই ব্যক্তি তরুণ সেনা সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। বিমানটি গ্যারিসন শহরতলি তামানরাসেত থেকে কনস্ট্যানটাইন শহরে যাচ্ছিল। রাজধানী আলজিয়ার্স থেকে ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এ অঞ্চলটি। বিমানটি অবতরণ করার সময় সময় হঠাৎ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই একটি পাহাড়ে আছড়ে পড়ে বিমানটি। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ভারি তুষারপাতসহ দমকা বাতাস বয়ে যাচ্ছিল। খবর এএফপি।