আমেরিকায় প্রথম মুসলিম মহিলা বিচারকের লাশ নদীতে !

    0
    293

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৩এপ্রিল,ডেস্ক নিউজঃ আমেরিকার প্রথম মুসলিম মহিলা বিচারক শায়লা আবদুস-সালামের লাশ হাডসন নদী থেকে উদ্ধার করা হয়েছে। ৬৫ বছর বয়সি শায়লার লাশ নিজ বাসভবন হার্লেম থেকে মাত্র এক মাইল দূরে পাওয়া গেছে। তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করা হচ্ছে।

    লাশকে শনাক্ত করতে তার স্বামীকে তলব করেছিল পুলিশ। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন শায়লা। পুলিশের কর্মকর্তারা বলেছেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পুলিশ তার রহস্যজনক মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করেছে। বিদ্বেষমূলক অপরাধ তৎপরতায় শায়লার মৃত্যুর আশংকাকে পুলিশ নাকচ করে নি।

    শায়লাকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়ে ২০১৩ সালে এ রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো ইতিহাস সৃষ্টি করেন। আমেরিকান-আফ্রিকান নারী হিসেবে তিনিই প্রথম নিউ ইয়র্কের শীর্ষ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন।

    শায়লা সব সহকর্মীর গভীর ভালোবাসা কুড়িয়ে ছিলেন এবং তার মৃত্যুতে সবাই গভীর শোকাভিভূত বলে জানিয়েছেন নিউ ইয়র্কের প্রধান বিচারপতি জ্যানেট ডিফিওরি।পার্সটুডে