“আমরা অন্য,বস্ত্র,কর্ম,চাই,আমাদেরকে বাঁচান” শ্লোগানে

    0
    218

    জৈন্তাপুরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২র মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতী পালন

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২২অক্টোবর,স্টাফ রিপোর্টার,জৈন্তাপুরঃ“আমরা অন্য চাই, বস্ত্র চাই, কর্ম চাই, বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান” শ্লোগানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের প্রধান ফটকে কর্ম বিরতী পালন করে মিটার রিডার ও ম্যাসেঞ্জার গন। এ সময় জিএম বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

    গতকাল ২২ অক্টোবর সকাল ১০টায় তার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সদর দপ্তরে সম্মুখে মিটার রিডার পরিমল সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় কর্মবিরতী পালন কর্মসূচি পালন স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি সূত্রে যানা যায়- পল্লী বিদ্যুতের জন্মলগ্ন হতে মিটার রিডারগন ও মেসেঞ্জারগন মাইলের পর মাইল পায়ে হেঁটে রোদে বৃষ্টি ঝড় তুফান মাথায় নিয়ে মিটার রিডিং ও বিল বিতরন করে আসিতেছে। শুধু দুমোটো ডাল ভাত খাওয়ার আশায় তারা আরও অতিরিক্ত বিভিন্ন কাজ করছে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্মপক্ষ প্রি-পেইড মিটারের নামে কোন কারন ছাড়া কর্মচারি ছাটাই  করছে। অফিস কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক যে কোন কাজ না করে ইসিআর, প্রাপ্য ছুটি, শিক্ষা ভাতা, চুক্তি নবায়ন বন্ধ করার হুকমী দিতেছে এবং বিভিন্ন ইস্যুর মাধ্যমে শর্ত দিয়ে আমাদের নিকট হতে কাজ আদায় করে নিচ্ছে। বর্তমানে আমরা যেখানে ২হাজার রিডিং এবং বিল বিতরন করছি, সেখানে ৪ হাজার রিডিং এবং ৫ হাজার বিল বিতরন করার চাপ প্রয়োগ করা হচ্ছে।

    আমাদের দাবী অভিলম্বে আমাদের ৩ দফায় ৯ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বিনা শর্তে চাকুরী প্রদান এবং চাকুরী নবায়ন সহ বোর্ড সভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় সারা দেশের ন্যায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচী পালনের আহবান জানান।