আবার ৪,৫ ও ৬ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতাল

    0
    206

    আমার সিলেট  24 ডটকম,০২নভেম্বরঃ বিরোধী দলীয় নেত্রীর গুলশানের কার্যালয়ে ১৮ দলের জোটভুক্তদের মহাসচিবদের বৈঠকের পর আজ শনিবার সংবাদ সম্মেলন করে  এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬০ ঘণ্টার হরতাল শেষে হতেই আবারও টানা ৬০ ঘণ্টার হরতালের ঘোষণাই আসল বিরোধী দলীয়জোট থেকে। সংলাপ হবে কি না ?এ বিষয়ে সরকারকেই দায়ী করেন মির্জা ফখরুল।সংবাদ সম্মেলনে সংলাপে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে আজ নতুন এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি জানান মির্জা ফখরুল। সংলাপ না হওয়ার জন্য সরকারকেই দায়ী করেন তিনি। দল ও জোট নেতাদের বৈঠক করে হরতালের এ কর্মসূচি চূড়ান্ত করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ অব্যাহত থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে গত ২৯ অক্টোবর দলের নীতিনির্ধারক এবং ৩০ অক্টোবর ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে  বৈঠক করেন তিনি। এদিকে, নেতা-কর্মীদের গ্রেপ্তার  ও নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে ১৮ দলের। প্রসঙ্গত, একই দাবিতে গত সপ্তাহে টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে এই সপ্তাহেও তিনটি দিন যাচ্ছে হরতালে।গত ৩দিনের  হরতালের সহিংসতায় সারাদেশে অন্তত ১৫ জন নিহত হয়।