আবদুল হামিদই ২০তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন : মনোনয়ন চুড়ান্ত

    0
    418

    ঢাকা, ২১ এপ্রিল : বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার আবদুল হামিদ এডভোকেটই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আসন্ন  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাকেই একমাত্র প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল। আজ রবিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় সরকারি দলের সংসদীয় গ্র“পের এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদ্যস্য এ খবর নিশ্চিত করেছেন। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই সিদ্ধান্তের ফলে কার্যত আবদুল হামিদই হচ্ছেন বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি।

    আবদুল হামিদই ২০তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন : মনোনয়ন চুড়ান্ত
    আবদুল হামিদই ২০তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন : মনোনয়ন চুড়ান্ত

    বৈঠক শেষে সংসদের হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে আবদুল হামিদকে দলের রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত করা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বর্তমান স্পিকার আবদুল হামিদ এডভোকেটের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে সমর্থন জানান উপদেষ্টা পরিষদের আরেক সিনিয়র সদস্য আমির হোসেন আমু। এছাড়া বৈঠকের শুরুতে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
    বৈঠকের পর দলের চার সংসদ সদস্য নির্বচিন কমিশনে গিয়ে আব্দুল হামিদের নামে চারটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজই সংসদীয় কমিটির প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেবেন বলেও জানা গেছে।
    দেশের ১৯ তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ৯ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা আজ রাববার মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
    আগামীকাল সোমবার মনোনয়নপত্র বাছাই ও ২৪ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়।  নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ রবিবার অফিস সময়ের শেষ পর্যন্ত অন্য কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করলে বিকালেই আব্দুল হামিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।