আন্তঃদেশীয় পানি সম্পদের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক আইনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

    0
    221
    আন্তঃদেশীয় পানি সম্পদের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক আইনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
    আন্তঃদেশীয় পানি সম্পদের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক আইনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

    ঢাকা, ২০ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তঃদেশীয় পানি সম্পদের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক আইনের বিকল্প নেই। আজ সোমবার থাইল্যান্ডের চিয়াংমাই ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টারে দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে উদ্বোধনী অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে গতকাল রবিবার থাইল্যান্ডে পৌঁছান।
    এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার জন্য আঞ্চলিক পানি সমস্যা সমাধানে ২০০৬ সালের মার্চে এশিয়া প্যাসিফিক ওয়াটার ফোরাম গঠিত হয়। এপিডব্লিউএফ ২০০৭ সালে জাপানের বেপপুতে প্রথম এশিয়া-প্যাসিফিক ওয়াটার সামিটের আয়োজন করে। দ্বিতীয় এ সম্মেলন পানি সমস্যা এবং এ অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও তা সমাধানের পদক্ষেপ গ্রহণে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একত্রে কাজ করার অঙ্গীকার ও প্রচেষ্টার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে।
    পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জরুরি পানি নিরাপত্তা বিষয়ে বক্তব্য উপস্থাপন ও আলোচনায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় ও স্থানীয় সরকারের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া ও কারিগরি বিশেষজ্ঞরা সম্মেলনে একত্রে মিলিত হবেন।
    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, থাইল্যান্ড সফরকালে প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয়  বৈঠক করবেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জুং হং ওন এবং আরো কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।