আদালতের নির্দেশে আবারো চালু হলো সিটিসেলের কার্যক্রম

    0
    198

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭নভেম্বরঃ  বন্ধ হওয়ার ১৬ দিন পর আদালতের নির্দেশে রোববার সন্ধ্যায় আবারো চালু হলো সিটিসেলের কার্যক্রম।রোববার সন্ধ্যায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির একটি দল রাজধানীর মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে সুইচ টিপে এর কার্যক্রম চালু করে দেয়।

    এর আগে সন্ধ্যায় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, আমরা আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে যাচ্ছি। তাই রবিবার থেকে সিটিসেল কার্যক্রম চালাতে পারবে।

    বকেয়া ৪৭৭ কোটি টাকার দুই-তৃতীয়াংশ ৩১৫ কোটি টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করায় ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। এরপর বিটিআরসির ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে ২৪ অক্টোবর উচ্চ আদালতে আবেদন করে সিটিসেল। সেদিন আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। এতে করে বৃহস্পতিবার অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করতে বিটিআরসিকে নির্দেশ দেয় আপিল বিভাগ।

    তবে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধের শর্ত দেয়া হয়। এতে ব্যর্থ হলে তাদের তরঙ্গ আবারো বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।