আত্রাইয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    0
    245

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জুলাই,নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয় চত্বরে গতকাল শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ সেনা বাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
    সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্মি মেডিকেল কোর ইউনিট ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সিও লেঃ কর্নেল মাসুদ-উল ইসলামের নেতৃত্বে উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ক্যাপ্টেন জোবায়ের, ক্যাপ্টেন সুরাইয়া, ক্যাপ্টেন রিজুয়ানা।

    এ সময় স্থানীয় পর্যায়ে থেকে সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু, ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক নাজমুল হক নাহিদ, মোঃ ওয়াজেদ আলী লিটন, মোঃ আব্দুল মজিদ গোলাপ, মোসলেম উদ্দিন আহম্মেদ প্রমূখ।

    দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ হাজারেরও অধিক রোগীকে বিনা মূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।