আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    0
    216

    নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন  কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি ১২.০১মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম পুর্স্প স্তবক অর্পন করে। এরপর আত্রাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আত্রাই থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, থানা বিএনপি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন পুস্প স্তবক অর্পন করে।

    মঙ্গলবার সকালে উপজেলা ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে দিনের বিভিন্ন কর্মসূচী শুরু হয়। আত্রাই থানা পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সবাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শারীর চর্চার প্রদর্শন করা হয়। পওে বেলা ১২টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি ওহিদুর রহমান। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো:এবাদুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো:আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সস্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমূখ।