আত্রাইয়ে ভুয়া ডাক্তারকে ৩০হাজার টাকা জরিমানা

    0
    250

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ওই ক্লিনিক মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ জরিমানা আদায় করেন।

    জানা যায়, উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বানজু ক্লিনিক নামের একটি ভুয়া ক্লিনিক খোলে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিলেন ওই ক্লিনিকের মালিক কথিত ডা. হামিদুল হক। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম গতকাল আত্রাই থানা পুলিশসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ডাক্তারী বিষয়ক বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ভবিষ্যতে ডাক্তারী পেশায় নিয়োজিত না থাকার মুচলেকাও তার কাছ থেকে নেয়া হয়।

    তবে ফারমাসিস্ট হিসেবে তিনি ওষুধ বিক্রি করতে পারবেন বলে আদালত রায় প্রদান করেন।