আত্রাইয়ে পূর্ণিমা‘র উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

    0
    313

    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার মাড়িয়াপূর্বপাড়া মাঠে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকালে আত্রাই পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান সেন্টু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন।

    এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো: রুহুল আমীন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, মনিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, বিশা ইউনিয়ন ইউপি যুবলীগ নেতা কামরুজ্জামান শিপন, ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম,অজিত কুমার, আব্দুর রাজ্জাক প্রমূখ।

    খেলায় আত্রাইয়ে দীঘা ও রানীনগরের রাতোয়াল থেকে আগত ২টি দল অংশগ্রহণ করেন। লাঠি খেলাটি দেখতে কয়েক গ্রামের শত শত দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে পূর্ণিমার পরিচালক এসএম হাসান সেন্টু‘র লেখা বইয়ের মোড়ক উন্মচন ও বিজয়ী খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।