আত্রাইয়ে কৃষকের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ

    0
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬নভেম্বর,নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে রবি ২০১৭-১৮ ইং মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
    সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে। উপজেলার ২ হাজার কৃষকের মাঝে সরিষা, ভুট্টা বীজসহ রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক।