আত্মরক্ষার প্রয়োজনে আইন অনুযায়ী গুলি করা হবেঃডিআইজি

    0
    194

    আমারসিলেট24ডটকম,২২ডিসেম্বরঃ কেউ গাড়ি ভাঙতে এলে আত্মরক্ষার প্রয়োজনে আইন অনুযায়ী তাকে গুলি করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান। অবরোধে নৈরাজ্য প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথাও জানান তিনি। ডিআইজি নুরুজ্জামান বলেন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে এলে আত্মরক্ষার প্রয়োজনে আইন অনুযায়ী সেই পিকেটারকে গুলি করা হবে। জায়ামাত-শিবিরের নৈরাজ্য প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে। রাজধানীর এলেন বাড়ির বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উপস্থিত সাংবাদিকদের সামনেই হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আসাদুজ্জামানও ফোনে অধীন কর্মকর্তাদের এ নির্দেশ দেন। তিনি বলেন, গাড়ি ভাঙতে এলে আপনাদের আত্মরক্ষার প্রয়োজনে গুলি করবেন।

    বৈঠকে যানবাহন  চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামানকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল গঠন করা হয়। এই সেলের পরামর্শক হিসেবে থাকছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌমন্ত্রী শাহজাহান খান। বৈঠকে অন্যদের মধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাহজাহান খান, বিআরটিসির চেয়ারম্যান মোঃ জসিমউদ্দিন, বাংলাদেশ পরিবহন সমিতির মহাসচিব এনায়েত উল্লাহসহ পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।