আতিয়া মহলে অভিযানের পাঁচ দিন পর দুই লাশ উদ্ধার

    0
    220

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৩এপ্রিল,ডেস্ক নিউজঃ  সিলেটে শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষ করার পাঁচ দিন পর নিহত দুই জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে।

    সোমবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলে ঢুকে লাশ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
    বিকেল সাড়ে ৫টায় র্যাব-৯–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. আজাদ আহমদ পাঠানপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে জানান, লাশ দুটি ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে। তবে লাশের গায়ে কোনো ধরনের সুইসাড ভেস্ট ছিল না। আতিয়া মহল পুরোপুরি বিস্ফোরকমুক্ত করতে আরো কয়েক দিন লেগে যেতে পারে বলে তিনি জানান।

    মঙ্গলবার সকাল থেকে র্যাবের বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল আবার অভিযান চালাবে বলে তিনি জানান।
    সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।