আজ ব্যাংকের শেয়ারের দাম এগিয়ে

    0
    230

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরব্যাংকিং খাতের দীর্ঘ দিন ধরে শেয়ারে তেমন কোনো ইতিবাচক গতি না দেখা গেলেও আজ বস্ত্র-খাতের পাশাপাশি এ খাতেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেন হওয়া প্রায় সব ব্যাংকের শেয়ারের দাম ও বেড়েছে। লেনদেনে ছিল এগিয়ে। ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ টাকা, যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। তবে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল বস্ত্র-খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন হয়েছে ৭২ কোটি ৮৬ লাখ, যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৯ শতাংশ। অর্থাত্ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে এই দুই খাত ঘিরে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে এ সব তথ্য উঠে এসেছে।
    আজ রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১০৯ বেড়ে ৩ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩২ বেড়ে ১ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি ৫৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি কোম্পানির শেয়ারের।