আজ বাংলা-সৌদি আরব হজ চুক্তি

    0
    438

    আমারসিলেট24ডটকম,১৬ফেব্রুয়ারীঃ বাংলাদেশ সরকার আজ রবিবার সৌদি আরবের সাথে হজ চুক্তি করতে যাচ্ছে। এ লক্ষ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছেন। প্রতিনিধি দলে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম, উপসচিব (হজ) মোঃ জাহাঙ্গীর আলম ও ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ আবু সাঈদ।এদিকে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশ থেকে এবছর ১ লাখ ৩০ হাজার হজযাত্রীর সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পাওয়ার কথা। হজযাত্রীর সংখ্যা, মোয়াল্লেম ফিসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয় নিয়ে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আজ রবিবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে।