আজ বঙ্গবন্ধু অলিম্পিয়াড ফাইনালে শ্রীমঙ্গল বনাম বড়লেখা

    0
    283

    মিনহাজ তানভীরঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এ শ্রীমঙ্গল উপজেলা দল ফাইনালে উন্নীত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার নেতৃত্ব দিচ্ছে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ৩ মেধাবী কিশোর। মৌলভীবাজার পৌরসভার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে তারা ফাইনালে ওঠে।

    আজ (২৭ আগস্ত২০২০) বর্ণাঢ্য ফাইনালে শ্রীমঙ্গল উপজেলা দল বড়লেখা উপজেলার এন. সি. এম উচ্চ বিদ্যালয় দলকে মোকাবেলা করবে।আজ সন্ধ্যা ৭ টায় ফাইনাল অনুষ্ঠানটি জেলা প্রশাসনের ফেসবুক পেজ ছাড়াও ক্যবল চ্যানেল এম সি এস এ সরাসরি দেখানো হবে।

    ফাইনালে জয়ী হওয়ার ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা দল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। ফাইনাল অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

    প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ একটি স্কুলভিত্তিক দলগত প্রতিযোগিতা।
    প্রতি দলে সদস্য সংখ্যা ৩ জন ৷
    স্কুলভিত্তিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি স্কুলের সেরা দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করছে।
    প্রতিটি উপজেলার সেরা দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ প্রতিটি উপজেলার সেরা দল এবং মৌলভীবাজার সদর পৌরসভা অঞ্চলের দল জেলা পর্যায়ে সেরা ৮ এ অংশগ্রহণ করছে৷
    ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার সকল স্কুলে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত প্রশ্নপত্রে গত  ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    এ বিষয়ে উপজেলা কর্মকর্তা নজরুল ইসলাম আশা ব্যাক্ত করে বলেন, শ্রীমঙ্গল উপজেলার সকল প্রতিযোগিকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। অন্যান্য সকল প্রতিযোগিতার মতো এ প্রতিযোগিতায়ও শ্রীমঙ্গল উপজেলার প্রতিযোগিরা জেলা পর্যায়ে সবচেয়ে বেশি সাফল্য লাভ করবে বলে প্রত্যাশা করি।