আজ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

    0
    312

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১মে,ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের আকাশের আবহাওয়া অনুকূলে থাকলে দু’এক ঘণ্টার মধ্যেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আরেকটি দিন। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় পুরো দেশ। আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট) মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

    কেনেডি স্পেস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ সংস্করণ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে জিওস্টেশনারি ট্রান্সফার কক্ষপথের পথে ছুটবে।

    ৩ হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ কক্ষপথের দিকে ছুটবে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে। এই লঞ্চ কমপ্লেক্স থেকেই ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১।

    কেনেডির স্পেস সেন্টারের ৩৯এ প্যাডে থেকে ৩.৯ মাইল (৬.৭ কিলোমিটার) দূরে অবস্থিত অ্যাপোলো বা সাটার্ন ভি সেন্টার থেকে দেখা যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দৃশ্য। এছাড়া ৭.৫০ মাইল (১২ কিলোমিটার) দূরে অবস্থিত মেইন ভিজিটর কমপ্লেক্স থেকেও দেখা যাবে।

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের প্রথম স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রস্তুতিসহ সার্বিক বিষয় সরাসরি সম্প্রচার করবে।

    বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত কক্ষপথ প্লটে স্থাপন করা হবে। ফ্রান্সের কান টুলুজ ফ্যাসিলিটিতে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ফ্রান্স থেকে বিশেষ ব্যবস্থায় কার্গো বিমানে করে উৎক্ষেপণস্থল ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাপ ক্যানাভেরালে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস স্যাটেলাইটটি নির্মাণ করেছে।

    ১৫ বছর মেয়াদী বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ভাবেই লাভবান হবে সহজ হবে অনেক কাজ কর্ম।