আগামীকাল প্রখ্যাত শ্রমিক জননেতা মফিজ আলীর ৫ম মৃত্যুবার্ষিকী

    0
    257
    জননেতা মফিজ আলী
    জননেতা মফিজ আলী

    আমারসিলেট 24ডটকম,০৯অক্টোবর :আগামীকাল ১০ অক্টোবর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর সাবেক কেন্দ্রীয নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি প্রখ্যাত শ্রমিক জননেতা মফিজ আলী-এর ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য-ধোপাটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ বিরোধী এই জননেতা ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, বালিশিরা কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন।

    আন্দোলন সংগ্রামের কারণে তাঁকে ৭ বার কারাবরণ করতে হয়। দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই জননেতা ২০০৮ সালের ১০ অক্টোবর ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছরের মতো এবারও প্রয়াত জননেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখা বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১০ অক্টোবর সকাল ১০ টায় প্রয়াত নেতার কমলগঞ্জ উপজেলার ধোপাটিলাস্থ সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস উক্ত কর্মসূচী সর্বাত্মকভাবে সফল করার জন্য সংগঠনের বেসিক ইউনিয়ন হোটেল শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক সংঘের নেতাকর্মী ও সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানান।