আগামীকাল থেকে জামায়াতের ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল

    0
    224

    ঢাকা, ১২ আগস্ট : কাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। এ হরতাল শেষ হবে আগামী ১৪ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায়। সরাদেশে টানা ৪৮ ঘণ্টার এ হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আজ সোমবার বিকেলে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

    বিবৃতিতে বলা হয়, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা দেশে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চায় না। মেয়াদের শেষ পর্যায়ে এসে সরকার বেপরোয়াভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে। এ হরতাল কর্মসূচি সফল করতে দেশের ছাত্র, শিক্ষক, লঞ্চ, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ওলামা-মাশায়েখ, শ্রমজীবী ও পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের এ নেতা।
    রফিকুল ইসলাম খান বলেন, ঈদ পরবর্তী  সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হানা দিয়ে পুলিশ একদিকে গ্রেপ্তার করছে, অপরদিকে আমাদের হাজার বছরের ঐতিহ্যে লালিত অনুষ্ঠান উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, সরকারের নীলনকশা ও জামায়াতকে নিশ্চিহ্ন করার প্রতিবাদে আমরা মঙ্গল ও বুধবার দেশব্যাপী লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি। প্রসঙ্গত হাইকোর্টের রায়ে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।