আগামীকাল জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে যোগ দিচ্ছে বিএনপি

    0
    236
    আগামীকাল জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে যোগ দিচ্ছে বিএনপি
    আগামীকাল জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে যোগ দিচ্ছে বিএনপি

    ঢাকা, ০২ জুন : আগামীকাল সোমবার বিকেলে নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে। দীর্ঘ দিন পর প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে যোগ দিচ্ছে। বাজেট অধিবেশন ও বিএনপির যোগদানের কারণে এ অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া এ অধিবেশনের মাধ্যমেই সংসদের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ পরিচালনা শুরু করবেন। আসন্ন অধিবেশনে আগামী ৬ জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরইমধ্যে জানানো হয়েছে, এবার বাজেটের আকার হবে দুই লাখ ২৪ হাজার কোটি টাকা।
    এদিকে সংসদে যোগ দেয়ার লক্ষ্যে সোমবার বিকেলই সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিরোধী দলের এমপিরা টানা ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত রয়েছেন। তাই সদস্যপদ রক্ষায় এ অধিবেশনের প্রথম সাত কার্যদিবসের মধ্যে তাদের অধিবেশনে যোগ দিতেই হবে। তা না হলে সংবিধান অনুযায়ী টানা ৯০ দিন অনুপস্থিত থাকার কারণে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। যদিও কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সে ক্ষেত্রে ব্যাতিক্রম। এর আগে অসুস্থতার কারণে কায়কোবাদের ছুটি মঞ্জুর করে সংসদ। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এ অধিবেশনে নির্বাচনকালীন সরকার পদ্ধতি ও রাজনৈতিক সংকট পরিস্থিতি নিয়ে আলোচনায় বেশি গুরুত্ব দেবে বিএনপি।