আগামি১৭/১৮ তারিখে এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব

    0
    231

    আমারসিলেট24ডটকম,০৮মেঃ এসএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম। তিনি আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস,এম ওয়াহিদুজ্জামান জানান,আগামী ১৭অথবা ১৮মে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

    প্রথা অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।গত ৯ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।

     উল্লেখ্য,গত পাঁচ বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। সেই হিসাবে ১৯ মে ৬০ দিন পূর্ণ হবে।