আকাশচুম্বি শর্তজুড়লে মুখ তুবড়ে পরবে ডিজিটাল সম্ভাবনা

    1
    247

    আমারসিলেট 24ডটকম , ২১সেপ্টেম্বর  : বর্তমান সরকার অনলাইন নীতিমালা প্রণয়নের নামে এমন কতিপয় আকাশচুম্বি শর্তজুড়ে দিতে চাচ্ছে যা পূরণে ব্যর্থ হয়ে বন্ধ হয়ে যাবে ৮০ ভাগ অনলাইন পোর্টাল। বেকার হয়ে পড়বে দেশের আড়াই হাজার অনলাইনে কর্মরত  দক্ষ-অদক্ষ কয়েক হাজার সংবাদকর্মী।মুখ তুবড়ে পরবে ডিজিটাল সম্ভাবনা।
    বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) কক্সবাজার জেলা শাখার সভাপতি আনছার হোসেনের সভাপতিত্বে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার ৫টার বিকালে শহরের বদর মোকামস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তারা এ অভিমত জানান।
    সাধারণ সম্পাদক ইমাম খাইরের পরিচালনায় বক্তারা আরো বলেন, অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। অনলাইন গণমাধ্যমের মানোন্নয়নে নীতিমালা হোক তা আমরা চাই। তবে তা হতে হবে সাধ সাধ্যের মধ্যে থেকে। এমন কোন নীতিমালা চাপিয়ে দেয়া উচিৎ হবেনা যাতে সংবাদ প্রবাহের গতিধারা ব্যাহত হয়। নীতিমালা হতে হবে গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব।
    বাস্তবতা বিবেচনা না করে কতিপয় স্বার্থপরায়ন কালো টাকাওয়ালা ব্যক্তির চাপে সরকার যদি এ নীতিমালা ঘোষণা করে দেশের অনলাইন সংগঠনগুলো তা হলে তা প্রত্যাখ্যান করবে বলেও বক্তারা মন্তব্য করেন।