আউটসোর্সিংএ ১০০কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য

    1
    456

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ কেসিএমজি’র সঙ্গে  তিন সদস্যের বেসিস প্রতিনিধিদল শামীম আহসানের নেতৃত্বে ঢাকাস্থ ব্র্যাক প্রধান কার্যালয়ে দেখা করেন।মতবিনিময়ে বেসিস সভাপতি আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রফেশনাল তৈরি এবং ১০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার কথা জানান।

    দেশব্যাপী ১০ লাখ আইটি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রফেশনাল তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের এ প্রকল্পে বেসিসকে সব ধরনের সহায়তা করবে ব্র্যাক। মূলত তরুণদের বিভিন্ন মেয়াদের আইটি প্রশিক্ষণ দেওয়াই হবে এ প্রকল্পের উদ্দেশ্য।এ ছাড়াও আইটি প্রতিষ্ঠানগুলোর স্বল্প মেয়াদে এবং প্রকল্পভিত্তিক ব্যাংক ঋণ সংগ্রহে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তা দূর করার ব্যাপারে বেসিস ও ব্র্যাক একসঙ্গে কাজ করবে।আলোচনা শেষে বেসিস সভাপতি শামীম আহসান ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় বেসিসের পরিচালক নাভিদুল হক, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি এবং ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।