“আই এম মালালা”নিষিদ্ধঃনবীর শানে ভুল ব্যাখ্যা

    1
    835

    আমার সিলেট  24 ডটকম,১১নভেম্বরঃ পাকিস্তানে নারীশিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের লেখা বই “আই এম মালালা” সে দেশের বেসরকারি বিদ্যালয় গুলোতে নিষিদ্ধ করা হয়েছে। বইটিতে বিতর্কিত অনেক উপাদান আছে ফলে “অল পাকিস্তান প্রাইভেট স্কুলস  ফেডারেশন” (এপিপিএসএফ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক গণ মাধ্যম থেকে এ তথ্য জানায়। পাকিস্তান এক বিবৃতিতে জানায় মালালার বইটি কোন বেসরকারি বিদ্যালয়ের পাঠ্যসূচি বা পাঠাগারে ঠাঁই পাবেনা। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, বইটিতে মহানবী (দঃ)কে নিয়ে চরম বিতর্কিত বিষয় আছে। বইটি পশ্চিমা শক্তির স্বার্থের জন্য লেখা হয়েছে। এ সংস্থাটি ছোট বড় সব বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। মালালা পশ্চিমাদের হাতের পুতুল এটা সব শিক্ষাবিদই জানেন। ফেডারেশনের প্রেসিডেন্ট মির্জা কাশিফ বলেন পাকিস্তানের ২৫ মিলিয়ন শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়াশোনা করে।  মালালা বাক স্বাধীনতার দোহাই দিয়ে বিতর্কিত সালমান রুশদির পক্ষ নিয়েছে। এ ছাড়া নবী করিম (দঃ) এর কথা উল্লেখ করতে গিয়ে নবীর (দঃ)শানে ভুল ব্যাখ্যা করেছে। প্রসঙ্গত,  বৃটেনে অবস্থানরত মালালার লেখা বইটি সমপ্রতি সারা বিশ্বে আলোড়ন তুলেছে। বইটি রচনায় সহযোগিতা  করেছে বৃটিশ সাংবাদিক ক্রিস্টিয়ানা ল্যাম্বে। বইটি বের হওয়ার পর পরই তালেবানরা হুমকি দিয়েছিল,যে দোকানে বইটি পাওয়া যাবে তারা সেখানে হামলা চালাবে।