অস্তিত্ব রক্ষায় মুসলিম জাতিসংঘ গঠন করতে হবেঃএম এ মতিন

    0
    449

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুলাই,মুহাম্মদ ফয়সাল শরীফ,চট্টগ্রামঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব এম এ মতিন বলেন, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসায় নামায আদায়ে বাধা প্রদান ইসরাইলি ইহুদিরা মুসলমানদের হৃদয়ে হামলা করেছে। অথচ জাতিসংঘ ও মানবতার লেবাসদারী যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্ব বিবেক নিরব। পৃথিবীতে সবাই আজ সাম্রাজ্যবাদী শক্তির গোলামী করছে। এজন্য মুসলমানদের কথায় কথায় জঙ্গি-সন্ত্রাসী আখ্যা দিয়ে একের পর মুসলিম রাষ্ট্র ধ্বংস করছে। এখন সময় মুসলমানদের অস্তিত্ব রক্ষার আন্দোলনের ডাক দেওয়ার। মুসলিম জাতি সত্তার সুরক্ষার জন্য স্বতন্ত্র মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে।

    ছাত্রসেনার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল অাকসায় নামায আদায়ে বাধা প্রদান ও নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে ২৮ জুলাই শুক্রবার জুমার নামাযের পর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল ও জিইসি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ছাত্রনেতা আবদুল কাদের রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা মাওলানা এম এ মতিন। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যানের উপদেষ্টা আল্লামা আবুল কাশেম নূরী। তিনি বলেন, বর্তমান বিশ্বে ইসরাইলীরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। তাই তাদের অর্থনৈতিকভাবে দূর্বল করতে ইসরাইলী পণ্য বর্জন করার আহ্বান জানান।

    প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ। ছাত্রনেতা মারূফ রেযা ও মাছুমুর রশিদ কাদেরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য শাহজাদা সৈয়্যদ তাহসীন আহমদ নক্সবন্দী, নগর উত্তর ইসলামী ফ্রন্ট সহ-সভাপতি ফজলুল করিম তালুকদার, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাষ্টার আবুল হোসেন, নগর যুবসেনার সম্পাদক সৈয়দ আবু আজম, আনজুমানে রজভীয়া নূরীয়া চট্টগ্রাম নগর সহ-সভাপতি হাজী সৈয়দ মুহাম্মদ সেলিম, এস এম ইকবাল বাহার চৌধুরী, পূর্ব নাছিরাবাদ শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম।

    নগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, রিদুয়ান হোসেন তালুকদার, মঈনুদ্দীন কাদেরী, এরশাদুল করিম, তৌহিদুল হক প্রমুখ।