অসহায় বৃদ্ধার সহযোগিতায় আত্রাই থানার পুলিশ

    0
    245
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের সেই অসহায় ৮০ উর্ধ বৃদ্ধার সহযোগিতায় হাত বাড়িয়ে দিলেন আত্রাই থানা পুলিশ। “আত্রাইয়ে সন্তানদের মানষিক নির্যাতনের শিকার এক বৃদ্ধা” শীর্ষক একটি সংবাদ অনলাইন ও সোস্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার পর গতকাল শুক্রবার ঘটনাস্থলে যান আত্রাই থানা পুলিশ।
    আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, ওই গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী জহুরা বেওয়া (৮০) শারীরিক অসুস্থা ও প্যারালাইসিস জনিত কারনে বিভিন্ন সময় চিৎকার করলে প্রতিবেশীরা ধারণা করতেন তাকে নির্যাতন করা হচ্ছে।
    প্রকৃতপক্ষে বৃদ্ধার সন্তানরাও খুব গরীব ও অসহায়। তাই তারা তাদের মাকে উন্নত চিকিৎসা দিতে পারেনি। অসুস্থতা জনিত করনে ওই বৃদ্ধা ন্যুয়ে পড়েছেন। নিজে চলাফেরাও করতে পারেন না।
    মানষিক নির্যাতনের বিষয়টি সঠিক নয়। তবে একজন অসহায় বৃদ্ধার এ জীবন যাপন আমাদেরকে ব্যথিত করেছে। আমরা আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে সাধ্যমত তাকে খাবার ফলমূল ও চাল ডালসহ কিছু আসবাবপত্র দিয়েছি। প্রয়োজনে ভবিষ্যতে আরও দেব।