অর্থমন্ত্রীর দাবি এবারের বাজেট হবে গরিব বান্ধব

0
234

আমার সিলেট ডেস্ক রিপোর্ট: ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে, এবং এই বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ থাকবে না। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে।

আজ বৃহস্পতিবার (১ জুন ২০২৩) বাজেট পেশ করতে সংসদে যাওয়ার প্রাক্কালে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, এ বাজেট দিয়ে এবারও সরকার সফল হবে। এ দেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার।