অবৈধভাবে বালু বিক্রিঃভূমি কর্মকর্তার কাছে অভিযোগ

    0
    222

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারীঃ হাই কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষাকরে চুনারুঘাট উপজেলা চন্ডীছড়া চা বাগান এলাকার বালু মহাল থেকে অবৈধ বালু উত্তোলন করে বাগান ম্যানেজার মুরাদ চৌধুরী কোটিপতি। সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ চন্ডীছড়া চা বাগান এলাকা থেকে চা বাগান পরিস্কারের নামে বাগান ম্যানেজার মুরাদ চৌধুরী এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলার ইনাতাবাদ গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া গত ১৬/০২/২০১৪ইং তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন এবং এর অনুলিপি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সচিবালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, খনিজ সম্পদ উন্নয়ন বুরো, বিভাগীয় কমিশনার সিলেট ও জেলা প্রশাসক হবিগঞ্জসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ৩০/০৭/২০১০ইং তারিখে ইজারাদার দুলাল মিয়া হাইকোর্টে রুল নিশি জারী করেন। রুল অনুযায়ী হাই কোর্ট কারণ দর্শানোর জন্য পরবর্তীতে আদেশ জারী করেন। রুলের পরবর্তী গত ০৯/১০/২০১২ইং তারিখে হাইকোর্ট উক্ত বালু মহাল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারী করেন। হাই কোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাগান ম্যানেজার স্থানীয় সাবেক মেম্বার এয়াকুব আলীর ছেলে সোহেল, জুয়েল, আব্দুল্লাহ্সহ প্রভাবশালীদের নিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে ট্রাক, ট্রাক্টর দিয়ে বালু বিক্রি করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। ফলে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। এর প্রতিরোধে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।