অবেশেষে পুলিশের খাঁচায় বন্দি অপহরনকারী,ভিকটিম উদ্ধার

    0
    232
    জৈন্তাপুর প্রতিনিধিঃ মামলা সূত্রে জানা যায় গত বৎসরের ২৫ ডিসেম্বর ২০১৯ ইংরেজী তারিখে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মকুল উদ্দিনের ছেলে সাইদুর রহমান (২৩) একই গ্রামের পাত্র সম্প্রদায়ের নাবালিকা ছন্মনাম চাঁদনী (১৬) কে অপহরন করে নিয়ে যায়৷ এঘটনায় চাঁদনী পাত্রের মা বাদী হয়ে গত ৭ মার্চ ২০২০ ইংরেজী তারিখে ৪জনের নাম উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে যাহার নং- ০৮ ৷ মামলা দায়ের করার পর হতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৷
    এদিকে গোপন সংবাদের ভিত্তিত্বে গত ১১ মার্চ কানাইঘাট উপজেলার রাজনগর গ্রামে অভিযান পরিচালনা অপহরনকারীকে অাটক করতে ব্যার্থ হয়, এভাবে অপহরনকারীকে অাটক করতে সিলেটের বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে পুলিশ কিন্তু বার কার পুলিশকে ধোকা দিয়ে পালিয়ে যায় অপহরনকারী ৷ অপরদিকে পুলিশ হাল ছাড়তে রাজী নয়, তারাও নানা রকম কৌশল অবলম্বন করে অভিযান অব্যাহত রাখে ৷
    অভিযানের এক পর্যায় গত ৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ চিকনাগুল এলাকা হতে এজাহার নামীয় ৩য় অাসামী অপহরণ কারীর বড় ভাই বিল্লাল উদ্দিন (২৮) কে অাটক করতে সক্ষম হয় ৷
    পরিশেষে বিল্লাল পুলিশের কাছে অাটক হওয়ার পর অপহরনের কথা স্বীকার করে এবং অপহরণকারী সহ ভিকটিম কোথায় রয়েছে পুলিশকে তথ্য দেয় ৷ অাটক বিল্লালকে অপহরন মামলায় অাটক দেখিয়ে ৭ এপ্রিল অাদালতে প্রেরণ করে এবং বিল্ললের দেওয়া তথ্যের ভিত্তিত্বে ৭ মার্চ মঙ্গলবার সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন পরগনা পূর্ব গ্রামের ইয়াছিন মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে কিন্তু চতুর অপহরণকারী ভাই অাটকের সংবাদ পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে ফের কানাইঘাট উপজেলার রাজানগর গ্রামে অপহরনকারীর বোনের বাড়ীতে অবস্থান করে ৷ জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস অাই অাতিকুর রহমান রাশেল গোলাপগঞ্জ ও কানাইঘাট থানা পুলিশের সহায়তায় কানাইঘাট উপজেলার রাজানগর গ্রামে অভিযান পরিচালনা করে অপহরনকারী সহ ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয় ৷ অটকের পরপর ৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর মডেল থানায় নিয়ে অাসে ৷
    এস.অাই অাতিকুর রহমান রাসেল জানান, জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নির্দেশে এবং অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুকের সটিক দিক নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে অপহরণকারীকে ভিকটিম সহ অাটক করতে সক্ষম হই এবং তাদেরকে জৈন্তাপুর মপেল থানায় নিয়ে অাসি ৷
    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক প্রতিবেদককে জানান, এই অপহরন মামলাটি রেকর্ড হওয়ার পর হতে অামরা বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান করি ৷ অপহরণকারী কৌশলে স্থান পরিবর্তন করতে থাকে ৷ অবশেষে অামরা অপহরনকারীকে অাটক করতে সক্ষম হই এবং ভিকটিম উদ্ধার করি ৷ বর্তমানে অপহরণকারী সহ ভিকটিম থানা হেফাজতে রাখা হয়েছে ৷ ৮ এপ্রিল সকালে তাদেরকে অাদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেন ৷