অবিলম্বে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার আহ্বান

    0
    218

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ “বাংলাদেশে জামাতে ইসলাম পাকিস্তানের ইন্ধনে রাজনীতি করছে তা আজ প্রমাণিত। বর্তমানে দেশে জামাতে ইসলাম যে অন্তর্ঘাত মূলক সহিংসতা চালাচ্ছে তার পিছনে পাকিস্তান ও আইএসআই-এর ইন্ধন ও ষড়যন্ত্র রয়েছে। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘটনায় পাকিস্তান জাতীয় পরিষদ যে ভূমিকা পালন করেছে তা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অশোভনীয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপের কারণে অবিলম্বে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেয়া উচিত এবং ১৯২ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করা ও ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের যে পরিমাণ সম্পদ পাকিস্তানিরা লুট করেছে তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে হবে।”

    আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসিকে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, কামরূল আহসান, ঢাকা মহানগর সম্পাদক কমরেড কিশোর রায়, জাকির হোসেন রাজু, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত প্রমুখ।